ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা আহত

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা আহত ওয়ার্ড যুবলীগ সভাপতি আলমগীর হোসেন

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে দুর্বৃত্তের হামলায় ওয়ার্ড যুবলীগ সভাপতি আলমগীর হোসেন (৪০) গুরুতর আহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে শহরের আমবাগান এলাকায় মল্লিকের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৮ টার দিকে আমবাগানে মল্লিকের চায়ের দোকানের সামনে আলমগীরের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়।

এ সময় তাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বাংলানিউজকে জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে কেও এখনো অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।