ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
সুনামগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

সুনামগঞ্জ: সুনামগঞ্জ পৌর এলাকার নবীনগরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মলয় চন্দ (৩৫) নামে এক শ্রমিক লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (১০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।

মলয় সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের আহ্বায়ক কমিটির সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে পৌর এলাকার নবীনগরে মলয় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করেন।  এ সময় ওই ছাত্রী চিৎকার করলে আশ-পাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পরে থানায় খবর দিলে পুলিশ ময়লকে আটক করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
টিএ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।