ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
দাউদকান্দিতে বাবার সঙ্গে অভিমান করে ছেলের আত্মহত্যা

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাবার সঙ্গে অভিমান করে কীটনাশক পানে জয় মিয়া (২১) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার জিংলাতলি ইউনিয়নের
চান্দের চর গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।  

নিহত জয় উপজেলার জিংলাতলি ইউনিয়নের চান্দের চর গ্রামের সরকার বাড়ির মহসিন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার জিংলাতলি ইউনিয়নের চান্দের চর গ্রামের চা বিক্রেতা মহসিনের প্রবাস ফেরত ছেলে জয় বাবার সঙ্গে অভিমান করে বিকেলে নিজ বাড়িতে কীটনাশক পান করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসক রেজাউলের কাছে নিলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেন নি।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।