ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৫০ লাখ টাকার ক্ষতি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
গাজীপুরে ঝুট গুদামে আগুন, ৫০ লাখ টাকার ক্ষতি 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি এলাকায় দু’টি ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল পৌণে ৯টার দিকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে, রোববার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

 

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার রাতে ওই এলাকার মাহফুজ ও উজ্জল মিয়ার দু’টি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন।  

ঝুট গুদাম মালিক পক্ষের দাবি- গুদাম দু’টির মালপত্র পুড়ে আনুমানিক ৫০ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিড়ি-সিগারেটের আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।