ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
গাজীপুরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। নিহতের পরনে নীল গেঞ্জি ও কালো রংয়ের প্যান্ট রয়েছে।  

রোববার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আরব আলী জানান, গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় আক্কাস মার্কেটের পাশে ঢাকা-জয়দেবপুর রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় এখনও জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭    
আরএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।