ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক সভা। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নীলা, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ,আবু হোসেন ভুঁইয়া রানু, ব্যরিস্টার আরিফুল হক ভুঁইয়া, সাংবাদিক মকবুল হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।