ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আফতাবনগরে গলা কাটা মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
আফতাবনগরে গলা কাটা মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকা থেকে মঞ্জিল (৩০) নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১টার দিকে সংবাদ পেয়ে পুলিশ বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকার ব্লক‘বি’, ৩ নম্বর রোডের  ৫ নম্বর বাড়ির ছয়তলার একটি কক্ষ  থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।

পরে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল (ঢামেক) হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।  

তিনি আরো জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। স্থায়ীদের কাছ থেকে জানতে পেরেছি তিনি ব্যবসায়ী ছিলেন। ওই বাসায় একাই থাকতেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
এজেডএস/এসজেএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।