ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসআই আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
মাধবপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসআই আহত

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর-ছাতিয়াইন সড়কে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।



মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) কাউছার আলম বাংলানিউজকে বলেন, রাতে পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে রতনপুরের বাসায় যাচ্ছিলেন এসআই জিয়াউর। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে কর্তব্যরত সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) মনির হোসেন বাংলানিউজকে বলেন, জিয়াউর রহমানের পেটে ছুরিকাঘাত করায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।