ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মগবাজারে বিস্ফোরণে দগ্ধ ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
মগবাজারে বিস্ফোরণে দগ্ধ ৩

ঢাকা: রাজধানীর মগবাজার দিলু রোডের একটি সেলুনে বিস্ফোরণে ঘটনায় দোকানের তিন কর্মচারী দগ্ধ হয়েছেন। 

দগ্ধরা হলেন- নাপিত সোহেল (২৬), শওকত (৩২) ও নয়ন (২৭)।

বুধবার (১২ নভেম্বর) দিনগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা আরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, দিলু রোডের ইনসাফ হাসপাতাল সংলগ্ন ‘বিনোদ সেলুন’ নামে দোকানে এ বিস্ফোরণে ঘটনা ঘটে।

তিনি বলেন, সেলুনের সামনে ওয়াসা কাজ চলছিলো। ধারণা করা হচ্ছে, ওয়াসার কাজের জন্য দোকানের সামনে থাকা কোনো গ্যাস পাইপের লাইন লিকেজ হয়ে ওই সেলুনের ভেতরে গ্যাস ছড়িয়ে পড়ে। পরে রাতে যখন কাজ শেষে তারা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন মশার কয়েল ধরাতে গেলে ওই বিস্ফোরণ হয়। এতে সেলুনের ভেতরে থাকা ওই ৩ কর্মচারী দগ্ধ হন।

বার্ণে চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, সোহেলের ১৮, সৈকতের ১৫ ও নয়নের শরীরের ১৩ শতাংশ দগ্ধ রয়েছে। তাদেরকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।