ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাট ১ আসনের সাবেক এমপি জয়নুল আবেদিন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
লালমনিরহাট ১ আসনের সাবেক এমপি জয়নুল আবেদিন আর নেই

লালমনিরহাট: লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনের টানা চারবারের সাবেক সংসদ সদস্য জাপা কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি জয়নুল আবেদিন সরকার আর নেই।

বুধবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকায় বাংলাদেশ স্পেশালিস্ট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো প্রায় ৯০ বছর।

জানা গেছে, ১৯৮৬ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন জয়নুল আবেদিন সরকার। এরপর ১৯৮৮, ১৯৯১ ও ১৯৯৬ সালে জাতীয় পার্টি থেকে একই আসনে টানা সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় কেন্দ্রীয় জাতীয় পার্টির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এরপর ২০১০ সালে দীর্ঘ মনোনয়ন বঞ্চিত থাকার ক্ষোভে জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেন জয়নুল আবেদিন সরকার। তিনি জেলা বিএনপি'র সাবেক সহ সভাপতি ছিলেন।

হাতীবান্ধা এস.এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমপির ভাগিনা রেজাউল করিম প্রধান জুয়েল বাংলানিউজকে জানান, মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুরে মরদেহ নিয়ে ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশে রওনা হবেন তার আত্মীয়রা।  

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর দুইটায় হাতীবান্ধা এস.এস উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে উপজেলার টংভাঙ্গা গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ১৩ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।