ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
নীলফামারীতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: ভুট্টা চাষে উদ্বুদ্ধ করতে প্রদর্শনী প্লট করার জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে নীলফামারী সদর উপজেলা কৃষি অফিস।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কক্ষে জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আফতাব হোসেন প্রধান অতিথি থেকে এসব সার ও বীজ বিতরণ করেন।

বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম।

এসময় অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মকবুল হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণে প্রদর্শনী বাস্তবায়নের জন্য উপজেলা সদরের ৮০ জন কৃষককে বিনামূল্যে ভুট্টা বীজ ও সার দেওয়া হয়।

কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম বাংলানিউজকে জানান, তামাক চাষে নিরুৎসাহিত করতে এবং ভুট্টা চাষে আগ্রহ বাড়াতে মন্ত্রণালয়ের উদ্যোগে এসব বীজ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।