ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

রংপু:র বাংলাদেশ ফটো জানার্লিস্ট অ্যাসোসিয়েশন রংপুর জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে ২০১৭-২০ এর সভাপতি হিসেবে জাহিদ হাসান লুসিড ও সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম রিপন নির্বাচিত হয়েছেন।

 


বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধায় সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ কেএম ফকরুল আনাম বেঞ্জু, সদস্য অ্যাডভোকেট শফিকামাল ও শফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচনে সভাপতি পদে জাহিদ হোসেন লুসিড, সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম রিপন নির্বাচিত হন।

এছাড়াও সহ-সভাপতি পদে এম মিরু সরকার, সহ-সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান আরমান হক, সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল ওহাব টিপু, কোষাধক্ষ্য পদে আনোয়ার হোসেন ইমু, বিজ্ঞান প্রযুক্তি ও ক্রীড়া সম্পাদক পদে আবদুল আল মামুন, দফতর ও প্রচার প্রকাশনা সম্পাদক পদে মেজবাউল ইসলাম হিমেল, কার্যকরী সদস্য আসাদুজ্জামান আফজাল, শাহীন হোসেন জাকির, মিরাজুল ইসলাম, সাধারণ সদস্য ময়নুল ইসলাম, খন্দকার মিলন আল মামুন, শাহীন সরকার, কামরুজ্জামান সেলিম, এসএ লিটন, পারভেজ ইসলাম।

এদিকে নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।