ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ডিবির দায়িত্বে দেবদাস ভট্টাচার্য

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ডিবির দায়িত্বে দেবদাস ভট্টাচার্য ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য। ফাইল ফটো

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (ডিবি) দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য।

বুধবার (১৩ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক আদেশে তাকে এ নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির সহকারী কমিশনার (এসি) সুমন কান্তি চৌধুরী বাংলানিউজকে জানান, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিবি প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।

বুধবার এক আদেশে দেবদাস ভট্টাচার্যকে ডিএমপির ডিবি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

দেবদাস ভট্টাচার্য এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তাকে পদোন্নতি দিয়ে ডিএমপিতে বদলি করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
পিএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।