ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে মাদকবিরোধী অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
ফেনীতে মাদকবিরোধী অভিযান মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান-ছবি-বাংলানিউজ

ফেনী: ফেনীতে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে কারাদণ্ড ও দুইজনের বিরুদ্ধে মামলা করেছে জেলা প্রশাসনের মাদকবিরোধী টাস্কফোর্স। 

বুধবার (১৩ ডিসেম্বর) দিনভর অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।  

এ সময় ফেনী রেল স্টেশনের পাশে মো. রাসেল খানের ঘরের মুরগির খোপ থেকে ৮ পুরিয়া হেরোইন, ৫ বোতল ফেনসিডিল ও ৩ বোতল বিদেশি মদ ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এসময় রাসেলের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শহরতলীর ধলিয়া বাজারের বাঁশপাড়ার মাদক ব্যবসায়ী রসুল আহম্মেদ বলির ঘর ও তার ভাই সাইদুর রহমানের দোকান থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। বলির বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় সাইদুর পালিয়ে যান।  
 
জাহানারা বেগম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।  

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইকবালুর রহমান ও ব্যাটালিয়ান আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৭
এসএইচডি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।