ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ফুলেল শ্রদ্ধায় স্মরণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ফুলেল শ্রদ্ধায় স্মরণ জাতির শ্রেষ্ঠ সন্তানদের শহীদ বু‌দ্ধিজীবীদের পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন- ছবি: ডিএইচ বাদল

ঢাকা: জা‌তির শ্রেষ্ঠ সন্তান শহীদ বু‌দ্ধিজীবী‌দের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে  মিরপুর বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে জড়ো হয়েছেন সর্বস্তরের মানু‌ষ। বৃহস্প‌তিবার (১৪ ডি‌সেম্বর) সকাল ৭টার পর রাষ্ট্রপ‌তি মো. আব্দুল হা‌মিদ বু‌দ্ধিজীবী স্মৃ‌তিসৌ‌ধের মূল বে‌দি‌তে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সবার জন্য মূল বে‌দি উন্মুক্ত করা হয়।

এরপর একে এ‌কে মন্ত্রী পরিষ‌দের সদস্য, সংসদ সদস্য, বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, পেশাজীবী, শ্র‌মিক সংগঠন, স্কুল, ক‌লেজ, বিশ্ব‌বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সর্বস্ত‌রের মানু‌ষের ঢল না‌মে মিরপুর শহীদ বু‌দ্ধিজীবী স্মৃতিসৌধে।  

আওয়ামী লী‌গের পক্ষ থে‌কে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও দলের সি‌নিয়র নেতারা শ্রদ্ধা জানানোর পর অন্যান্য দ‌লের পক্ষ থে‌কে শ্রদ্ধা জানা‌নো হয়।

ত‌বে এখন পর্যন্ত জাতীয়তাবাদী দল বিএন‌পির কোনো নেতাকর্মী‌কে দেখা যায়নি।  

শহীদ মু‌ক্তি‌যোদ্ধাদের উ‌দ্দেশ্য ক‌রে নানা স্লোগান দিতে দেখা যায় শ্রদ্ধা জানাতের আসা মানু‌ষদের। সূর্য উদ‌য়ের স‌ঙ্গে স‌ঙ্গে মানু‌ষের ভিড় বাড়‌তে থা‌কে। সকাল ৮টার দিকে মূল বে‌দি থে‌কে মানু‌ষের লাইন মিরপুর মাজার রো‌ডের প্রধান সড়ক ও আশপা‌শের সড়‌কে গি‌য়ে লেগেছে।  

**জা‌তির শ্রেষ্ঠ সন্তান‌দের স্মরণ কর‌লেন রাষ্ট্রপ‌তি​
**প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বু‌দ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা
**বি‌দে‌শে পলাতকদের বিচা‌রের কাঠগড়ায় দাঁড় করা‌নো হ‌বে

বাংলা‌দেশ সময়: ০৮৫৫ ঘণ্টা, ডি‌সেম্বর ১৪, ২০১৭
এসএম/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।