ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
সিলেটে বিনম্র শ্রদ্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভ/ ছবি: আবু বকর

সিলেট: কুয়াশার চাদরে মোড়া সকাল। প্রকৃতিও যেনো বিষন্ন আজ। রাস্তায় মানুষের ঢল থাকলেও নেই হই-হুল্লর। ফুল হাতে সবার ছুটে চলার গন্তব্যও একই-শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে।

দেশমাতৃকার তরে জীবন বিলিয়ে দেওয়া বীর সেনানীদের বিনম্র শ্রদ্ধা জানাতে কুয়াশার সকালে জেগেছে সিলেটবাসী। সারা দেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন সিলেটের আপামর জনতা।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ ছিল লোকে লোকারণ্য। মানুষের ভালোবাসার ফুলে আচ্ছাদিত হয় গোটা শহীদ বেদি।

পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে একে একে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের নেতারা, বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, জেলা প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক, পুলিশ সুপার, আর আর এফ কমান্ড্যান্ট, আর্মড ব্যাটালিয়ন পুলিশ, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা, সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী, আনসার ভিডিপি, বন কর্মকর্তা, সিলেট জেলা প্রেসক্লাব ও সিলেট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনের কর্মকর্তারা।  

এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।