ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেট কওমি মাদরাসার মহাসচিব বরকতপুরী আর নেই 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
সিলেট কওমি মাদরাসার মহাসচিব বরকতপুরী আর নেই 

সিলেট: সিলেট কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব হযরাতুল আল্লামা মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।


 
রোববার (১৭ ডিসেম্বর) দুপুর আড়াইটায় সিলেট আলীয়া মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।  

আব্দুল বাসিত বরকতপুরী এক যুগের বেশি সময় হযরত শাহজালাল (র.) দরগাহ মাদরাসার মোহাদ্দিছ ছিলেন। নগরীর বারুতখানা মহিলা মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

তার জন্মস্থান সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরের বরকতপুরে। ছাত্রাবস্থায় তিনি পাকিস্তানের বিন্নুর মাদরাসায় পড়ালেখা করেছেন। মরহুম আল্লামা নুর উদ্দিন গহরপুরী’র প্রতিষ্ঠিত গহরপুর মসজিদের খতিবের দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন।  

মৃত্যুকালে মাওলানা আব্দুল বাসিত বরকতপুরী সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নগরের ২৪ নং ওয়ার্ডের সাদারপাড়া আলামিন-২ বাসায় ভিড় করেছে ভক্ত ও স্বজনরা।  

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।