ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে চোলাই মদসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৭
ঈশ্বরদীতে চোলাই মদসহ আটক ১

পাবনা: পাবনার ঈশ্বরদী উপজেলায় ২০ লিটার চোলাই মদসহ ফজলু (৩৭) নামে এক মাদক মামলার আসামিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে শহরের ফতেহমোহম্মদপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। ফজলু ওই এলাকার বাসিন্দা।

ঈশ্বরদী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহুরুল হক বাংলানিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার বাসিন্দা ফজলুর নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বাড়িতে তল্লাশি করে ২০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (১৭ ডিসেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।