ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর: ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) ভোর ৫টা থেকে কাঁঠালবাড়ী ঘাটে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে ৪টি ফেরি। এছাড়া মাঝ পদ্মায় নোঙর করে আছে ৩টি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, ভোরে কুয়াশা বাড়তে থাকলে পদ্মার দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখে।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, ভোরে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এসময় মাঝ পদ্মায় উভয়ঘাটের উদ্দেশে যাওয়া ৩ থেকে ৪টি ফেরি নোঙর করে আছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এসআরএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।