ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, ২৬ কক্ষ পুড়ে ছাই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
কালিয়াকৈরে বসতবাড়িতে আগুন, ২৬ কক্ষ পুড়ে ছাই

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা এলাকায় একটি বসতবাড়িতে আগুন লেগে ২৬ কক্ষ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ জানা যায়নি।

রোববার (১৭ ডিসেম্বর) ভোরে দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল আলম বাংলানিউজকে জানান, ভোরে উপজেলার পূর্ব চান্দরা এলাকার মাসুদ আলম সোহেলের টিনশেড বাড়িতে আগুন লাগে।

পরে ভোর পৌনে ৬টার দিকে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা প্রায় দু’ঘণ্টা চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই বাড়ির ২৬ কক্ষ পুড়ে গেছে।

ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও জানান কবিরুল আলম।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।