ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২০০ যাত্রীর জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২০০ যাত্রীর জরিমানা

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২০০ যাত্রীর কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ঈশ্বরদী-রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে পাকশি রেলওয়ের বিভাগীয় ম্যানেজার অসীম কুমার তালুকদার এ জরিমানা আদায় করেন।

এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খাইরুল ইসলাম, বিভাগীয় সংকেত প্রকৌশলী আবু হেনা মোস্তফা আলম প্রমুখ।

রেলওয়ে সূত্র জানায়, দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ঈশ্বরদী-রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস (আপ অ্যান্ড ডাউন) ট্রেনে টিকিট চেকিং অভিযান চালানো হয়। এসময় বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২০০ যাত্রীর কাছ থেকে ১৮ হাজার টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।