ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাকেরগঞ্জে নদী থেকে নিখোঁজ দিনমজুরের মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
বাকেরগঞ্জে নদী থেকে নিখোঁজ দিনমজুরের মরদেহ উদ্ধার

বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে নদী থেকে হেলাল হাওলাদার (৪৭) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় তার মরদেহ ইউনিয়নের বলইকাঠী বাজার সংলগ্ন রাঙ্গামাটি নদী থেকে উদ্ধার করা হয়।

গত ১৪ ডিসেম্বর রাতে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের চাষীপতাং গ্রাম থেকে নিখোঁজ হন তিনি।

এ ঘটনায় তার ছেলে শহিদুল হাওলাদার বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে হেলালের মৃত্যু হয়। তার মৃতদেহ উদ্ধারের পর স্বজনরা শনাক্ত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।