ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মঞ্চ গরম 'জোড়াতালি'তে, প্রশ্নের মুখে স্তব্ধ দর্শক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
মঞ্চ গরম 'জোড়াতালি'তে, প্রশ্নের মুখে স্তব্ধ দর্শক উপলক্ষে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জীবনচক্র থিয়েটারে পরিবেশনায় নাটক মঞ্চায়িত

মৌলভীবাজার: বদ মেজাজি এক তরুণের সামনে হঠাৎ-ই অলৌকিক এক ব্যক্তি হাজির হয়েছেন। অবাক দৃষ্টিতে কৌতূহলী তরুণের প্রশ্ন কে আপনি? আমি বিবেক, মানুষের বিবেক। তার এমন জবাবে চেঁচিয়ে উঠল টগবগে তরুণটি। আরে মিয়া, এই দেশে মানুষের বিবেক আছে? থাকলে কি আর রাজাকারে গাড়িতে পবিত্র পতাকা ওড়ে?

'জোড়াতালি' পথ নাটকের মুখ্য চরিত্রের প্রশ্নে বিদ্ধ হয়েছেন হাড় কাপা শীতে জম ধরা দর্শক।

ব্রিটিশ হটিয়ে আমরা যা চেয়েছি তা কি আদৌ পেয়েছি? মীরজাফর সিরাজ-উদ-দৌলাকে ষড়যন্ত্র করে পরাজিত করে ঘৃণিত হয়েছে।

এই বাংলায় কি মীরজাফরদের অভাব আছে? বিরাঙ্গনা নারীরা সব হারিয়ে সমাজে হেয় হয়েছে তিলে তিলে। তাদের ত্যাগের বাংলাদেশ কি আজও নারীরা ধর্ষিত হচ্ছেনা? দেশকে ভালোবেসে দশের কল্যাণে কাজ করার মত ব্যক্তি ক'জন আছে এই দেশে? 

এমন অসংখ্য প্রশ্ন ছুড়েছে মঞ্চকাপানো "জোড়াতালি" নাটকের একেকটি চরিত্র। মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের নানা দুর্দশার চিত্র উপস্থাপন করেছেন তারা। বলেছেন- ‘আমাদের এখনো সচেতন হতে হবে দেশকে ভালোবাসতে হবে’।  

রোববার (১৭) ডিসেম্বর রাতে বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে জীবনচক্র থিয়েটারে পরিবেশনায় নাটকটি মঞ্চায়িত হয়। এসময় প্রশ্নের ঢিলে স্তব্ধতা নেমে আসে দর্শকদের মাঝে।

ম. আ. সালাম রচিত ও তরুণ নাট্যকার শাহীন ইকবালের নির্দেশনায় জীবনচক্র থিয়েটারের ১০ম প্রযোজনায় নাটকটি মঞ্চায়িত হয়। এতে অভিনয় করেন শাহীন ইকবাল, অজয় কান্তি দাশ, প্রিতম সেন অনিক ও প্রাপ্তি।  

নাটকটি সম্পর্কে নির্দেশক ও অভিনেতা শাহীন ইকবাল বাংলানিউজকে বলেন, স্বাধীনতার এত বছর পেরিয়ে আমরা আজো সুখী নই। মীরজাফর চরিত্র এখনো বহাল এদেশে। ইংরেজের ভয়াবহ শোষণকে হার মানাচ্ছে ধনিক শ্রেণির শোষণ। বিরাঙ্গনাদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে নারীরা অবাধে ধর্ষিতা হচ্ছে। এসবের প্রতিবাদ ও মানুষকে সচেতন করতে মূলত এই নাটক। নাটকটির অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন। দর্শক স্তব্ধ হয়ে উপভোগ করেছেন।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।