ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে যুব গেমসের উদ্বোধনে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
ঝিনাইদহে যুব গেমসের উদ্বোধনে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহে বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন উপলক্ষে মশাল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে শহরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে র‌্যালটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ক্রীড়া সংস্থায় গিয়ে শেষ হয়।

এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন, নির্বাহী সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিকাশ ঘোষ, নির্বাহী সদস্য নাজিম উদ্দিন জুলিয়াসসহ খেলোয়াড়রা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় এ বছর ঝিনাইদহে ৬ উপজেলার ২৭০ জন খেলোয়াড় যুব গেমসের ২১টি ইভেন্টে অংশ নেবে। ২৪ ডিসেম্বর পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ উৎসব।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।