ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উন্নয়নে নারীদের কম্পিউটার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
উন্নয়নে নারীদের কম্পিউটার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ডিসি গার্ডেন উদ্বোধন

ময়মনসিংহ: মানব সম্পদ উন্নয়নে নারী উদ্যোক্তাদের কম্পিউটার প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান। 

তিনি বলেন, শিক্ষিত নারী উদ্যোক্তারা কম্পিউটার প্রশিক্ষণ নেওয়ার মধ্য দিয়ে প্রযুক্তি নির্ভর হতে পারবে। এতে করে সমাজে দারিদ্র্য বিমোচন ও আর্থিক স্বনির্ভরতা অর্জনেও তারা সহায়ক ভূমিকা রাখতে পারবে।

নারী উদ্যোক্তাদের দক্ষ মানব সম্পদে পরিণত করার এ উদ্যোগ অনুসরণীয়।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে নব নির্মিত আইসিটি ল্যাবে নারী উদ্যোক্তাদের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।  

জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক, জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।  

ময়মনসিংহ জেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগে এ কর্মসূচিতে ২৯ জন নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে শেরপুর ও নেত্রকোণা জেলা প্রশাসক উপস্থিত ছিলেন।  

এর আগে জনপ্রশাসন সচিব জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সৌন্দর্যবর্ধন করা পুকুরের উদ্বোধন করেন। সেখানে সুদৃশ্য একটি বাগান রয়েছে। এর নামকরণ করা হয়েছে ‘ডিসি গার্ডেন’। এক সময় ওই পুকুরটি ছিল ময়লা আবর্জনা ও জঙ্গলে পরিপূর্ণ। কিন্তু এখন সৌন্দর্যবর্ধনের ফলে মনোরম পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে।

এছাড়া তিনি দুপুরে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বাংলা ভাষায় সাময়িক সাহিত্যের ইতিহাস রচনার পথিকৃৎ প্রয়াত শ্রী কেদারনাথ মজুমদার রচিত ‘ময়মনসিংহের ইতিহাস ও ময়মনসিংহের বিবরণ’ শীর্ষক দু’টি গ্রন্থের পুনর্মুদ্রণ উপলক্ষে প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।   

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭ 
এমএএএম/আরআর/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।