ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

ফরিদপুর: ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক মো. ওবায়দুর রহমান (৩৫) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কানাইপুর-চিতারবাজার আঞ্চলিক সড়কের বোয়ালমারী উপজেলার ভাটদি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নসিমন চালক মো. ওবায়দুর শেখ পূর্ব ভাটদি গ্রামের পাঁচু শেখের ছেলে।

 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চিতারবাজারগামী একটি ট্রাক কানাইপুরগামী নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনটি সড়কের উপর উল্টে যায়। এসময় নসিমন চালক ওবায়দুর ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আজিজুল মল্লিক নামে এক নসিমন যাত্রী আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ ও ট্রাকের চালককে আটক করেছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।