ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ভোলায় অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় জেলা পুলিশের উদ্যোগে অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মো. মোকতার হোসেন তাদের সংবর্ধনা দেন।

সংবর্ধনাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল মোতালেব, আব্দুল লতিব, লালমোহন উপজলার মো. বাদশা মিয়া, তজুমদ্দিন উপজেলার মো. সুলতান আহমেদ, দৌলতখান উপজেলার আবদুর রহমান খান, মো. রফিকুল ইসলাম, আজিজুল হক, ফজলুল হক, আবুল হাসেম ও এএফএম নুরুল আমিন শাহজাহান।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোকতার হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. সাফিহ আহমেদ, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, দক্ষিণপ্রান্ত সম্পাদক অ্যাডভোকেট নজরুল হক অনু। এছাড়া সংবর্ধনাপ্রাপ্তদের মধ্যে বক্তব্য রাখেন- আবুল হাসেম ও এএফএম নুরুল আমিন।

বক্তরা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন পুলিশ সদস্যরা। তাদের সাহসিকতা স্মরণীয়। দেশের এমন সূর্য সন্তানদের জেলা পুলিশ কর্তৃক সংবর্ধনা দেয়া একটি প্রশংসনীয় কাজ।

পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় প্রথম রাজারবাগ পুলিশ লাইন থেকে পুলিশ প্রতিরোধ গড়ে তোলে। দেশের স্বাধীনতা অর্জনে সূর্য সন্তানদের অবদান অনেক। আমরা সব সময়ই মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে এসেছি, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, মানুষের নিরাপত্তা পাওয়ার অধিকার রয়েছে, তাই সব মানুষকে পুলিশি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছি। ভোলার পুলিশকে গণমুখী করার লক্ষ্যে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।  

এসময় পুলিশ সুপার প্রতিটি অনুষ্ঠানে অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের রাখার আহ্বান জানান। পরে পুলিশ সুপার জেলার ১০ জন অবসরপ্রাপ্ত পুলিশ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।