ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ১৫ হাজার ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ঝিনাইদহে ১৫ হাজার ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক ঝিনাইদহে ১৫ হাজার ইয়াবাসহ ৩ মাদক বিক্রেতা আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া থেকে ১৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর সদস্যরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে তাদের আটক করা হয়।  

আটক ব্যক্তিরা হলেন-বেজপাড়ার সুনীল দাসের ছেলে স্বপন দাস (২৯) ও সুমন দাস (২৭) এবং ছালাভরা এলাকার কানু দাস (৪৭)।



ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি গোলাম মোর্শেদ জানান, ওই তিনজন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। খবর পেয়ে মঙ্গলবার দুপুরে বেজপাড়ায় অভিযান চালায় র‌্যাব। এসময় ওই তিনজনের বাইসাইকেলে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে বাইসাইকেলের টিউবের মধ্যে বিশেষ কায়দায় রাখা ১৫ হাজার ইয়াবা পাওয়ায় তাদের আটক করা হয়।  

তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।