ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা তুরস্কের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা তুরস্কের তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম, (ছবি: সংগৃহীত)

ঢাকা: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম। জোরপূর্বক বিতাড়িত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের সহযোগিতা করতে তুরস্ক পরিকল্পিতভাবে এগোচ্ছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতকালে বিনালি এ কথা জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

 

জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানের সঙ্গে নিজ দেশে ফেরাতে তুরস্ক প্রচেষ্টা অব্যাহত রাখছে বলেও জানান তিনি। এ লক্ষ্যে তুরস্ক কাজ করছে বলেও রাষ্ট্রপতি আবদুল হামিদকে জানান বিনালি ইয়ালদিরিম।

রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা রাখা এবং এসব অসহায় মানুষকে মানবিক সহায়তার জন্য তুরস্কের প্রশংসা করেন রাষ্ট্রপতি।  

বাংলাদেশ ও তুরস্কের সুসম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, তুরস্ক এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত চমৎকার।

ইসলামী সম্মেলন সংস্থার (ওআইসি) বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে তুরস্কের সমর্থন চান রাষ্ট্রপতি।

সাক্ষাতে তুরস্ক ও বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক অত্যন্ত চমৎকার বলে উল্লেখ করেন তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম।

তুরস্কের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিশেষ করে তৈরি পোশাক খাতে বিনিয়োগে অত্যন্ত আগ্রহী বলে জানান তিনি।

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য-বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে যৌথ উদ্যোগ, দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে পারস্পরিক সফর বিনিময় ও আলোচনার ওপর গুরুত্বারোপ করেন তুর্কি প্রধানমন্ত্রী।

সাক্ষাতের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ রাষ্ট্রপতি কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইয়ালদিরিম তার সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।  

রোহিঙ্গা ইস্যুতে নিবিড়ভাবে কাজ করবে বাংলাদেশ-তুরস্ক
নির্বাচনে বিএনপির অবস্থান জানতে চেয়েছে তুরস্ক

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
এমইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।