ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমি ভালো আছি, বললেন উৎপল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
আমি ভালো আছি, বললেন উৎপল উৎপল দাস, (ফাইল ছবি)

ঢাকা: দীর্ঘ দুই মাস ১০ দিন নিখোঁজ থাকার পর বাড়ি ফেরা সাংবাদিক উৎপল দাস ভালো আছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনগত রাতে তিনি বলেন, আমি ভালো আছি। বাসায় ফিরছি।

যেসব প্রশ্ন আছে তার বিষয়ে কাল কথা বলবো।

নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় কেউ তাকে রেখে গেছেন বলে ধারণা পুলিশের। সেখান থেকে তিনি বাসে চড়ে নরসিংদীর রায়পুরা এলাকায় নিজের বাড়িতে যান।

আপনাকে আইন-শৃঙ্খলা বাহিনীর কেউ উদ্ধার করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, না আমি ঘুরতে গিয়েছিলাম, ফেরত এসেছি। এর বেশি কিছু বলতে পারবো না।

কোথায় গিয়েছিলাম, কী করছিলেন? উত্তরে তিনি বলেন, এখন কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না।

এদিকে ভুলতা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শহীদুল আলম বাংলানিউজকে বলেন, স্থানীয় আদুরিয়া ফিলিং স্টেশনের সামনে একটি কালো মাইক্রোবাস উৎপল দাসকে ফেলে রেখে যায়। পরে আমরা গিয়ে উদ্ধার করি।

উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস জানিয়েছিলেন, ১০ অক্টোবর দুপুরে তার ছেলের সঙ্গে সর্বশেষ তার মায়ের কথা হয়েছিল মোবাইল ফোনে। এরপর বিকেল থেকে মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পাশাপাশি কোনো খোঁজ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
পিএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।