ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে রেলওয়ে লাইন টেকনিশিয়ান ইয়াবাসহ আটক

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ঈশ্বরদীতে রেলওয়ে লাইন টেকনিশিয়ান ইয়াবাসহ আটক

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদীতে ১৬ পিস ইয়াবাসহ নারজুমুল হক সনেট (৩২) নামে রেলওয়ের এক কর্মচারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছে থাকা দেশীয় ছোড়া ও দেড় ডজন সিমকার্ড জব্দ করে পুলিশ।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় ঈশ্বরদী পৌর এলাকার স্কুলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সনেট ঈশ্বরদী শহরের পশ্চিমটেংরী বাবুপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাবিলদার মৃত সরদুল হকের ছেলে।

পাবনার সহকারী পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সংঘবদ্ধ একটি চক্রের সঙ্গে নিয়মিত ইয়াবা সেবন ও বিক্রি করে আসছিলেন তিনি। পেশায় তিনি বাংলাদেশ রেলওয়ের ঈশ্বরদী বৈদ্যুতিক উপকেন্দ্রের লাইন টেকনিশিয়ান।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় শহরের স্কুলপাড়া থেকে সনেটকে আটক করা হয়। এ সময় তিনি পুলিশকে চ্যালেঞ্জ করলে তল্লাশি করে তার কাছ থেকে ১৬ পিস ইয়াবা চাকু এবং বিভিন্ন মোবাইল কোম্পানির প্রায় দেড় ডজন সিমকার্ড জব্দ করেছে পুলিশ।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, এ ব্যাপারে মাদক ও জব্দকৃত মালামাল আইনে মামলা নথিভুক্ত করে (বুধবার) সকালে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২৭ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।