ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জোড়া খুনের আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
জোড়া খুনের আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন জোড়া খুনের আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজার: মৌলভীবাজারে দুই ছাত্রলীগ কর্মী শাহবাব ও মাহি হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পরিবার ও সচেতন নাগরিকবৃন্দ।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে বিশিষ্ট সংগঠক ও নাট্যকার খালেদ চৌধুরীর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ,সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, যুবলীগ নেতা শেখ রুমেল আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত, মহিলা সংস্থার সভাপতি সৈয়দা জহুরা আলাউদ্দিন, নিহত শাহবাবের মা সেলিনা রহমান চৌধুরী, বাবা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ডিসম্বের ২০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।