ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে বিক্ষোভ বিক্ষোভরত শিক্ষার্থীরা

সিরাজগঞ্জ: এইচএসসি পরীক্ষার ফরম পুরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গা ডিগ্রি কলেজের পরীক্ষার্থীরা ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ মিছিল করেছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে সলঙ্গা ডিগ্রি কলেজ চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে এইচএসসি পরীক্ষার্থী ছাড়াও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

এদিকে ওই কলেজে ডিগ্রি পরীক্ষা চলার কারণে কলেজ এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। শিক্ষার্থীরা সেই ধারা ভঙ্গ করে কলেজের সামনেই বিক্ষোভ মিছিল করে। একপর্যায়ে মিছিলকারীরা অধ্যক্ষের রুমে তালা দেয়ার চেষ্টা করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

সলঙ্গা কলেজ ছাত্রলীগের সভাপতি বুলবুল হাসান লিটন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ জানান, এইচএসসি ফরম পূরণে সরকার নির্ধারিত ফি ১৫শ’ টাকা। এর সঙ্গে কেন্দ্র ফি ৪শ’ টাকা যোগ হয়ে মোট ১৯শ’ টাকা হয়। কিন্তু কলেজ কর্তৃপক্ষ সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ৪ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ফি আদায় করছে। এতে সাধারণ দরিদ্র শিক্ষার্থীরা ফরম পূরণ করতে পারছে না। তাদের পক্ষে পরীক্ষা দেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। বুধবার (২০ ডিসেম্বর) ফরম পূরণের শেষ দিন। আজকের মধ্যেই আমাদের দাবি মানতে হবে নইলে আগামীকাল থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে।

সলঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মির্জা আশরাফুল ইসলাম অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে বলেন, কলেজ ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক সরকার নির্ধারিত ২২৫০ টাকা ফি ছাড়াও দুই বছরের বকেয়া বেতন নেয়া হচ্ছে। এছাড়া সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত কোনো টাকা আমরা নিচ্ছি না। তারপরও পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এটা তাদের ব্যাপার।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান বাংলানিউজকে জানান, কলেজে পরীক্ষা চলার কারণে সেখানে অলিখিত ১৪৪ ধারা জারি ছিল। শিক্ষার্থীরা কলেজের বাইরে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় তারা অধ্যক্ষের রুমে তালা দেয়ারও চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, ২০ ডিসেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।