ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবে পদবঞ্চিত সাংবাদিকদের সমাবেশ বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
প্রেসক্লাবে পদবঞ্চিত সাংবাদিকদের সমাবেশ বৃহস্পতিবার

ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সদস্য পদের দাবিতে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবে বিক্ষোভ সমাবেশ করবে সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরাম।

সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখার সম্মতি দিয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ।
 
জাতীয় প্রেসক্লাব সদস্যপদ বঞ্চিত ফোরামের আহবায়ক মান্নান মারুফের সভাপতিত্বে ওই সমাবেশে সিনিয়র সাংবাদিকরা বক্তব্য দেবেন।


এর আগে গত ১৩ ডিসেম্বর বুধবার একই দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরাম।  ওই সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আমান উদ-দৌলা।
সমাবেশে বক্তব্য রাখেন- জাতীয় প্রেসক্লাব সদস্যপদ বঞ্চিত সাংবাদিক ফোরামের আহবায়ক মান্নান মারুফ, যুগ্ম আহবায়ক জয়ন্ত আচার্য, শফিকুল ইসলাম, রাশেদুল হক, ওসমান গণি বাবুল, তারেক সালমান, সমিরন রায়, বাদল নূর, মিজান রহমান, ওমর ফারুক প্রমুখ।
 
ফোরামের আহবায়ক মান্নান মারুফ বুধবার (২০ ডিসেম্বর) বাংলানিউজকে বলেন, পদবঞ্চিত সাংবাদিকদের সদস্যপদ না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। তিনি প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত সকল সাংবাদিকদের শান্তিপূর্ণ ভাবে এই সমাবেশে যোগ দেওয়ার আহবান জানান।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭ 
এমএইচ/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।