ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উজিরপুরে সন্ধ্যা নদী থে‌কে জেলের মর‌দেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
উজিরপুরে সন্ধ্যা নদী থে‌কে জেলের মর‌দেহ উদ্ধার

ব‌রিশাল: ব‌রিশা‌লের উজিরপুর উপজেলার শিকারপুরে সন্ধ্যা নদী থেকে সুখরঞ্জন রায় (৬০) নামে এক জে‌লের মরদেহ উদ্ধার ক‌রা হ‌য়ে‌ছে।

মৃত সুখরঞ্জন বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী গ্রামের মৃত হরবিন্দু রায়ের ছেলে।  

বুধবার (২০ ডিসেম্বর) বি‌কে‌লের দিকে বড়শি দিয়ে মাছ ধরার সময় নৌকা থেকে নদীতে পরে যান সুখরঞ্জন।

এ সময় নদীতে তার পাশে থাকা অন্যরা তাকে উদ্ধার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।  

পরে সন্ধ্যা ৭টার দিকে শিকারপুর শের-ই বাংলা ডিগ্রি কলেজ সংলগ্ন নদীর তীরে তার মরদেহ ভেসে ও‌ঠে। স্থানীয়রা বিষয়টি দেখে থানা পুলিশকে খবর দিলে তারা মর‌দেহটি উদ্ধার করে।  

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

বাংলা‌দেশ সময়: ২৩২২ ঘণ্টা, ডি‌সেম্বর ২০, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।