ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- অটোরিকশা চালক আলামিন (২৪) ও যাত্রী শাহাবুদ্দিন (৪০)।

বুধবার (২০ ডিসেম্বর) দিনগত রাত ১১টার দিকে ময়মনসিংহ-নেত্রকোণা সড়কের গাছতলা মুজাহিরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বাংলানিউজকে জানান, ময়মনসিংহগামী বালুভর্তি একটি ট্রাক ও বিপরীতমুখী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই ওই দুইজন মারা যান।

সংকটাপন্ন অবস্থায় হক মিয়া (১২) নামের এক শিশুকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।