ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিরাইয়ে স্কুলছাত্রী হত্যা মামলার আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
দিরাইয়ে স্কুলছাত্রী হত্যা মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে স্কুলছাত্রী সুমাইয়া আক্তার মুন্নি (১৬) হত্যা মামলার আসামি এহিয়া সর্দারকে (২৫) গ্রেফতার করছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে সিলেটের জালালাবাদ থানার তশয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে পুলিশ সুপার বরকত উল্লাহ খান বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সিলেটের জালালাবাদ থানার তশয়া গ্রামে অভিযান চালিয়ে এহিয়াকে আটক করা হয়। এ হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।