ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে শেষ হলো ‘নদী দেখি, ছবি আঁকি’ কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
হবিগঞ্জে শেষ হলো ‘নদী দেখি, ছবি আঁকি’ কর্মসূচি ‘নদী দেখি, ছবি আঁকি’ কর্মসূচি

হবিগঞ্জ: ‘দখল-দূষণমুক্ত পুরাতন খোয়াই চাই, স্বাস্থ্যকর নগরী চাই’ এ স্লোগান নিয়ে হবিগঞ্জে দুই দিনব্যাপী ‘নদী দেখি, ছবি আঁকি’ কর্মসূচি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ শহরের মেজর জেনারেল এমএ রব স্মৃতি জাদুঘর সংলগ্ন ভরাট করা পুরাতন খোয়াই নদীতে এ কর্মসূচির শেষ হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপার এ কর্মসূচির আয়োজন করে।

তরুণ চারুশিল্পীদের আঁকা ছবিতে পুরাতন খোয়াই নদীর বিভিন্ন অংশের দখল ও দূষণের চিত্র ফুঠে উঠে।

ছবি আঁকা কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রশেনজিৎ চৌধুরী শিবু, আশীস আচার্য, নিরঞ্জন মন্ডল, দিপ্ত আচার্য্য, রিংকু  দাস, মৌমিতা দাস প্রমুখ।

এ কর্মসূচি সম্পর্কে বাপা জেলা সেক্রেটারি ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বাংলানিউজকে বলেন, নদী রক্ষায় সচেতনতা, দখল-দূষণের বিরুদ্ধে প্রতিরোধ ও প্রতিবাদী হওয়ার আহ্বান জানানোর নিয়মিত আন্দোলনের অংশ হিসেবে নদীর বর্তমান চিত্র রঙ তুলির মাধ্যমে তুলে ধরার জন্য আমাদের এ কর্মসূচি।

পরিবেশ আন্দোলনের এ নেতা আরো বলেন, শহরের বুক চিরে পাঁচ কিলোমিটার দৈর্ঘ্য পুরাতন খোয়াই নদীর অস্তিত্ব প্রায় বিলীন হয়ে গেছে। এখনই এ নদী দখলমুক্ত না করলে নদীর অবশিষ্ট আর কিছুই থাকবে না।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।