ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় হাজার গাড়ি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় হাজার গাড়ি শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় হাজার গাড়ি

মুন্সীগঞ্জ: শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটের মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে পারের অপক্ষায় রয়েছে প্রায় এক হাজার গাড়ি। 

একদিকে, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে, শুক্রবার, শনিবার সরকারি ছুটির সঙ্গে সোমবার বড়দিনের ছুটি হওয়ায় গাড়ির চাপ বেড়েছে। এছাড়া ডিসেম্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ থাকায় বেড়েছে ঘরমুখো মানুষের চাপ।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল থেকেই ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ লক্ষ্যণীয়।  

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক মো. নেওয়াজ বাংলানিউজকে জানান, এ নৌরুটে বর্তমানে ১৫টি ফেরি চলাচল করছে। এখন ঈদের মতো চাপ পড়েছে শিমুলিয়া ঘাটে। ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় শিমুলিয়া ঘাট থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার জুড়ে যানবাহনের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংখ্যাই বেশি।  

বেলা সাড়ে ১২টার দিকে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শরোজিৎ কুমার ঘোষ বাংলানিউজকে জানান, ঘাট এলাকায় বর্তমানে প্রায় এক হাজার গাড়ি পারের অপেক্ষা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।