ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আমতলীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
আমতলীতে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

আমতলী (বরগুনা): বরগুনার আমতলী উপজেলায় জমির ধান কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর ঘোপখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আবু ছালেহ হাওলাদার (১৮), জহিরুল হাওলাদার (২০), জব্বার হাওলাদার (৪০), সামসুন নাহার (১৬), ছত্তার শরীফ (৬৫), মনির শরীফ (৩৫), জাকির হোসেন (৩০) ও মজিবর শরীফের (৩৮) নাম জানা গেছে।

তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকি‍ৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের উত্তর ঘোপখালী গ্রামের জব্বার হাওলাদার ও ছত্তার শরীফের মধ্যে ২ একর জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। সকালে জব্বার ওই জমিতে তার লোকজন নিয়ে ধান কাটতে যান। খবর পেয়ে ছত্তার সেখানে গিয়ে বাধা দিলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. নুরুল ইসলাম বাদল বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো পক্ষ মামলা করেনি। মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।