ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাবেক মন্ত্রী মহসীন আলীকে নিয়ে ‘অকুতোভয়’ গ্রন্থ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
সাবেক মন্ত্রী মহসীন আলীকে নিয়ে ‘অকুতোভয়’ গ্রন্থ সাবেক মন্ত্রী মহসীন আলীকে নিয়ে ‘অকুতোভয়’ গ্রন্থ

মৌলভীবাজার: সাবেক সমাজকল্যাণ মন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলীকে নিয়ে স্মারক গ্রন্থ ‘অকুতোভয়’ প্রকাশিত হয়েছে।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে প্রকাশনা অনুষ্ঠানে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামস-উল-ইসলাম।  

প্রকাশনা অনুষ্ঠানে স্মারক গ্রন্থের সম্পাদক মোস্তাক চৌধুরীর সভাপতিত্বে এবং বিশিষ্ট কবি ও সাংবাদিক সৌমিত্র দেবের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলীর সহধর্মিণী সৈয়দা সায়রা মহসীন।

বিশেষ অতিথি ছিলেন- প্রবীন সাংবাদিক ও আইনজীবী মুজিবুর রহমান মুজিব, সাবেক ব্রিটিশ কাউন্সিলর এমএ রহিম (সিআইপি), পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মালিক তরফদার সোয়েব, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম শেফুল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।