ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস

ঢাকা: ২৯ ডিসেম্বর (শুক্রবার) দেশের বিভিন্নে কেন্দ্রে একযোগে শুরু হবে ৩৮তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। এরই মধ্যে পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

রোববার (২৪ ডিসেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

২৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে সকাল ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে।

এবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, সিলেট এবং ময়মনসিংহে পরীক্ষা হবে। প্রথমবারের মতো এবার দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  

সংশ্লিষ্ট সূত্র জানায়, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছেন। চলতি বছরের ১০ জুলাই শুরু হয়ে ৩৮তম বিসিএস পরীক্ষার আবেদন গ্রহণ প্রক্রিয়া শেষ হয় ১০ আগস্ট।

৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে ২ হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগ করা হবে বলে জানিয়েছে পিএসসি সূত্র।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৭
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।