ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে গ্রেফতার হলো ৫ গরু চোর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
বদরগঞ্জে গ্রেফতার হলো ৫ গরু চোর

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ গরু চোরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-বিষ্ণুপুর ইউপির ওসমানপুরের মতিয়ার রহমানের ছেলে তছলিম উদ্দিন (৪০), ওসমানপুর মুন্সিপাড়ার আব্দুল হামিদের ছেলে শাহআলম (৩৮), খাগড়াবন্দ শাহপাড়ার ময়েজউদ্দিনের ছেলে মমতাজ আলী (২৬), মধুপুর ইউপির সন্তোষপুর চ্যাংমারী আব্দুল হালিমের ছেলে তারাজুল ইসলাম (৩৫) ও কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর খুনিয়াপাড়ার বয়েজউদ্দিনের ছেলে আব্দুল মতিন (৪২)।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ গরু চোরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ২৫ ডিসেম্বর ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।