ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মারা গেলেন অগ্নিদগ্ধ লাইলী বেগম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

ঢাকা: অগ্নিদগ্ধ অবস্থায় পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বরিশালের লাইলী বেগম (২৬)।

যৌতুক লোভী স্বামী ১৮ আগস্ট রাতে মারধর করার পর লাইলীর শরীরে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।



লাইলীর স্বামীর নাম মো. তুহিন খান। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ এলাকায়।

লাইলী বেগম ১৯ তারিখ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

লাইলীর বাবা জয়নুল আবেদিন মুন্সী অভিযোগ করে বলেন, ‘বিয়ে দেওয়ার পর থেকে গত ৯ বছর ধরেই তার স্বামী যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে আসছিল। ’

লাইলীর ভগ্নিপতি নজরুল ইসলাম জানান, ১৮ আগস্ট রাতে মারধর করার পর লাইলীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তুহিন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বরিশাল হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad