ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যুদ্ধাপরাধীদের নিরাপত্তা কামনায় জুমার নামাজে দোয়া: পাইকগাছার জামায়াত আমীর গ্রেপ্তার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

খুলনা: জেলার পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা শফিকুল ইসলাম নিজামীকে গ্রেপ্তার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যুদ্ধাপরাধীদের নিরাপত্তা কামনা করে দোয়া করা, নাশকতামূলক কাজের পরিকল্পনা ও সরকার বিরোধী বক্তব্য দেয়ায় মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর আজ (বুধবার) আর আদালতে হাজির প্রেরণ করা হয়েছে।



পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে জানান, জামায়াতের উপজেলা আমীর শফিকুল গত শুক্রবার কোর্ট জামে মসজিদে জুমার নামাজ শেষে যুদ্ধাপরাধীদের নিরাপত্তা কামনা করে দোয়া করেন।

পাইকগাছা থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক আমিনুল ইসলাম বলেন, ‘শফিকুলের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি জিডি (সাধারণ ডায়েরি) রয়েছে। তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। ’

তিনি জানান, পাইকগাছা থানার একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি শফিকুল বর্তমানে উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।