ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বেনাপোল কাস্টমস সুপাররিনটেনডেন্ট রানাকে ছেড়ে দিয়েছে বিএসএফ

বেনাপোল প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বেনাপোল: দীর্ঘ ১৩ ঘন্টা ভারতীয় চেকপোস্টে আটক রাখার পর বেনাপোল কাস্টমস সুপারিনটেনডেন্ট তৌফিকুল ইসলাম রানাকে বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে ছেড়ে দিয়েছে বিএসএফ। অবৈধভাবে ভারতের পেট্রাপোল চেকপোস্টে গিয়ে মাতলামি করার দায়ে বিএসএফ মঙ্গলবার রাতে তাকে আটক করেছিল।



সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজটোয়ন্টিফোর.কম.বিডিকে জানায়, মঙ্গলবার রাতেই রানাকে ছাড়ানোর চেস্টা করে ব্যর্থ হন কাস্টমস ও বিডিআর কর্মকর্তারা। বুধবার সকালে উভয় দেশের কাস্টমস  এবং বিডিআর ও বিএসএফের মধ্যস্থতায় তাকে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার ড. আব্দুল মান্নানের সঙ্গে যোগোযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘সুপারিনটেনডেন্ট রানা একজন মানসিক রোগী। কী কারণে ভারতীয় চেকপোস্টে তিনি গিয়েছিলেন আর কেন বিএসএফের হাতে আটক হলেন তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।