ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি রাখালকে আটক করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৮
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি রাখালকে আটক করেছে বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রেজাউল করিম বালতি (৩৩) নামে বাংলাদেশি এক রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

শুক্রবার (৫ জানুয়ারী) দিনগত রাত সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারবাড়ি সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাবপিলার এলাকায় তাকে আটক করা হয়।

আটক রেজাউল করিম বালতি পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর (ডাঙাপাড়া) এলাকার আব্দুল জলিলের ছেলে।

 

সীমান্তবাসী ও বিজিবির সদস্যরা জানান, রেজাউল করিম বালতিসহ কয়েকজন বাংলাদেশি গরু পারাপারকারী রাখাল ওই সীমান্ত হয়ে ধরলা নদী পথে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতীয় কোচবিহার-৬১ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের টহল দল তাদের ধাওয়া করে রেজাউল করিমকে আটক করে।

বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৬১ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত পরিচালক মেজর মুনীরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে শনিবার সকালে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ পত্র পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৮
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।