ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৮
না’গঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, আটক ৪ নিহত গৃহবধূর আসমা আক্তারের মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় নিখোঁজের একদিন পর আসমা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী সরোয়ার মিয়াসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় জালকুড়িতে আরব আলী মিয়ার বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

জানা যায়, নিহত আসমা আক্তার নাটোরের কাঠালবাড়ি এলাকার নাসিরউদ্দিনের মেয়ে। নিহতের স্বামী সরোয়ার মিয়া বরিশালের বাকেরগঞ্জের নজরুল হাওলাদারের ছেলে। তিনি টাইলস মিস্ত্রীর কাজ করেন। তারা ওই এলাকার আরব আলীর বাড়িতে ভাড়া থাকেন। এটি দু’জনই দ্বিতীয় বিয়ে।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিখোঁজের একদিন পর মরদেহ উদ্ধার রহস্যজনক। ময়নাতদন্তের পর বুঝা যাবে কিভাবে হত্যা করা হয়েছে। তবে মরদেহ গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় নিহতের স্বামীসহ মোট চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহতের স্বামী সরোয়ার বাংলানিউজকে বলেন, ‘আমি শুক্রবার সারাদিন হাসপাতালসহ বিভিন্ন স্থানে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু পাইনি। তবে শনিবার সকালে আমার স্ত্রীর মরদেহ খুঁজে পেয়েছি। আমি এ হত্যার সুষ্ঠু বিচার চাই। ’ 

বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।