ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনার উন্নয়ন মেলায় ১২০টি স্টল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
খুলনার উন্নয়ন মেলায় ১২০টি স্টল মেলা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং-ছবি-মানজারুল ইসলাম

খুলনা: উন্নয়ন মেলায় খুলনা জেলার বিভিন্ন সরকারি দফতর, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন বাহিনী এবং বেসরকারি সংস্থার ১২০টি স্টল অংশ নিচ্ছে।

বুধবার (১০ জানুয়ারি) বিকেলে সার্কিট হাউজে মেলা উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে খুলনা জেলা প্রশাসক মো. আমিন উল আহসান এ তথ্য জানান।  

এ সময় তিনি আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১-এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের সাফল্য, সাসটেনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) বাস্তবায়নে করণীয় বিষয় এবং সরকারের উন্নয়নের চিত্র সর্বস্তরের মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে সার্কিট হাউজ ময়দানে আগামী ১১-১৩ জানুয়ারি উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক আরও জানান, তিন দিনব্যাপী এ উন্নয়ন মেলায় বর্ণাঢ্য র‌্যালি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন, আলোচনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১১ জানুয়ারি সকাল ৯টায় শহীদ হাসিদ পার্ক থেকে র‌্যালি শুরু হয়ে মেলা প্রাঙ্গণে শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলা/উপজেলার উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করবেন। এরপর সার্কিট হাউজ মাঠে স্থানীয়ভাবে এ মেলার উদ্বোধন করবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

খুলনা জেলা উন্নয়ন মেলার উল্লেখযোগ্য আয়োজনসমূহ: মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ মেলায় খুলনা জেলা ব্র্যান্ডিং বিশেষভাবে তুলে ধরা হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে রিয়েলিটি শো, চিত্রাঙ্কন প্রতিযোগিত ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিভিন্ন স্টল থেকে কিভাবে নাগরিক সেবা প্রদান করা হয় তা দেখানো হবে এবং সরাসরি নাগরিক সেবা প্রদান করা হবে। আগত দর্শনার্থীদের জন্য পিঠা উৎসব, ফুড কর্নার ও শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা রাখা হবে।

প্রেস ব্রিফিং এ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা তথ্য অফিসের উপ-পরিচালক, প্রেসক্লাব সভাপতিসহ প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:  ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমআরএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।