ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক চাপায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
গাজীপুরে ট্রাক চাপায় যুবক নিহত

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ট্রাক চাপায় বিপ্লব মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিপ্লব বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালামপুর এলাকার শহিদুল মণ্ডলের ছেলে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই)নেপাল চন্দ্র সরকার বাংলানিউজকে জানান, ওই মহাসড়কের পাশে অস্থায়ী একটি দোকানে ডিজেল বিক্রি করছিলেন বিপ্লব মিয়া। এ সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তার দোকানের উপর উঠে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্র্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।   এ ঘটনার সঙ্গে সঙ্গে চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৮
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।